গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়
পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
স্মারক নং-47.61.4879.000.06.49.17-127 তারিখ-10/03/22খ্রিঃ।
বিষয়ঃ পাকুন্দিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিঃ এর দাখিলকৃত অর্ন্তবর্তী কমিটির প্রস্তাব অগ্রায়ণ প্রসঙ্গে।
সূত্রঃ পাকুন্দিয়া ইউসিসিএ লিঃ এর স্মারক নং-124,তারিখ-07/03/22খ্রিঃ।যা 10/03/22খ্রিঃ তারিখে প্রাপ্ত।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, পাকুন্দিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিঃ এর অর্ন্তবর্তীকালীন কমিটির প্রস্তাবের দাখিলকৃত আবেদনখানা সুপারিশসহ অগ্রায়ণ করা হলো।
জেলা সমবায় কর্মকর্তা কিশোরগঞ্জ। |
স্বাঃ- মোসাঃ সাহেনা আক্তার উপজেলা সমবায় অফিসার পাকুন্দিয়া,কিশোরগঞ্জ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস