গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়
পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
আদেশ নং-47.61.4879.000.06.49.17-118 তারিখ-02/03/22খিঃ।
যেহেতু “মঠখোলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” এর ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ইতিপূর্বে উর্ত্তীণ হয়ে গিয়াছে এবং নির্ধারিত সময় সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি পূর্নগঠন করতে ব্যর্থ হয়েছে,সেহেতু সমবায় অধিদপ্তরের আদেশ নং-সঅ/অডিট ও আইন ক্ষমতা অর্পণ-03/03-357,তাং-01/08/2003খ্রিঃ অফিস আদেশে অর্পিত ক্ষমতা বলে সমিতির ব্যবস্থাপনা পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য সমবায় সমিতি আইন/2001(সংশোধিত,02 ও 2013) এর 18(5) ধারা মতে নিম্ন বর্ণিত সমিতির সদস্যদের সমন্বয়ে 03(তিন) সদস্য বিশিষ্ট একটি অর্ন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দেয়া হলোঃ
ক্রঃনং |
সদস্যে নাম |
পদবী |
সদস্য নং |
1 |
জনাব মোঃ খায়রুজ্জামান |
সভাপতি |
94 |
2 |
জনাব বিপ্লব কুমার সাহা |
সদস্য |
204 |
3 |
জনাব মোঃ মোস্তুফা কামাল |
সদস্য |
131 |
এই আদেশ জারীকরার তারিখ হতে 120(একশত বিশ দিন) পর্যন্ত বলবৎ থাকবে। নিয়োগকৃত কমিটি সমবায় সমিতি আইন সমবায় সমিতি আইন/2001(সংশোধিত,02 ও 2013),সমবায় বিধিমালা/2004(সংশোধিত2020) এবং সমবায় সমিতির উপ-আইন মোতাবেক সমিতির কার্যক্রম পরিচালনা করিবেন। এর মেয়াদ কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পূর্বক নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করিবেন। উল্লেখ্য বিলুপ্ত ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য উক্ত প্রস্তাবে নাই এবং সমিতির আদায়কৃত শেয়ার মূলধন পঞ্চাশ হাজার টাকার উর্দ্ধে নয়।
স্বা
মোসাঃ সাহেনা আক্তার
উপজেলা সমবায় অফিসার
পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
আদেশ নং-47.61.4879.000.06.49.17-118/1(14) তারিখ-02/03/22খিঃ।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ-
01। জনাব---------------------------------------সভাপতি/সদস্য,অর্ন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি“মঠখোল বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” তাকে মেয়াদ উর্ত্তীণ ব্যবস্থাপনা কমিটির নিকট থেকে সমিতির দায়িত্বভার গ্রহনের জন্য অনুরোধ করা হল।
02। জনাব-------------------------------------সভাপতি/সদস্য,মেয়াদ উত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটি“মঠখোল বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” তাকে নিয়োগকৃত অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির নিকট সমিতির দায়িত্বভার হস্তান্তরের জন্য অনুরোধ করা হল।
03। জেলা সমবায় অফিসার,কিশোরগঞ্জ।
04। অফিস কপি।
মোসাঃ সাহেনা আক্তার
উপজেলা সমবায় অফিসার
পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস